একাডেমিক কোর্স

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস) দেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে চিকিৎসকদের নিউক্লিয়ার মেডিসিন এ স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়ে থাকে।

নিম্নে নিনমাস এর একাডেমিক কার্যক্রম এর বিবরণ পেশ করা হলঃ

• বর্তমানে এই ইনস্টিটিউটে M Phil (Nuclear Medicine) এবং Residency MD কার্যক্রম চালু আছে। এছাড়াও বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তর ছাত্ররা তাদের শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে প্রশিক্ষণের জন্য নিয়মিত ভাবে অত্র ইনস্টিটিউটে আসেন। অত্র ইনস্টিটিউটের সহায়তায় অনেকে তাদের থিসিস / ডিসারটেশন সম্পন্ন করেন।
• অত্র ইনস্টিটিউটে চিকিৎসকদের জন্য নিউক্লিয়ার মেডিসিন এ ছয় মাসের Honorary Training কোর্স চালু আছে।
• অত্র ইনস্টিটিউটে সপ্তাহান্তে একদিন বিভিন্ন মেডিকেল জার্নাল রিভিউ করা হয়। ইনস্টিটিউটেরর চিকিৎসক, পদার্থবিদ, রসায়ানবিদ ও অন্যান্য কর্মকর্তা ও টেকনোলজিষ্টদের জন্য চলমান শিক্ষা কর্মসূচী (Continuous Medical Education-CME) এর ব্যবস্থা আছে।
• বিএসএমএমইউ, BIRDEM, NIKDU, NICVD, NCH, NICRH, Heart Foundation এর বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের নির্ধারিত লেকচার দেয়া হয়।